উত্তরাঞ্চলের পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসনের সাথে আলোচনা শেষে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কনফারেন্সে তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে পাম্প মালিকদের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়। বিশেষ করে পেট্রোল পাম্পের ব্যবসায়ীদের নিরাপত্তা, জ্বালানি সরবরাহের অনিয়ম ও নতুন নীতিমালা বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জেলা প্রশাসন আশ্বাস দেন, তাদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দেয়া হবে। পাম্প মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
ধর্মঘটের কারণে সকাল ৮টা থেকে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ পেট্রোল পাম্পে অকটেন, পেট্রোল, ডিজেল উত্তোলন ও সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
জ্বালানি সরবরাহ বন্ধ থাকা কারণে বাইকচালক ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। পেট্রোল পাম্পগুলোতে বাইক, কার, মাইক্রো, পিকআপ, ট্রাক, বাস থামিয়ে ভিড় করেন চালক ও শ্রমিকরা। তবে মেলেনি জ্বালানি। এতে গন্তব্যে পৌঁছতে ভোগান্তিতে পড়েন যাত্রী অফিসগামীরা।
এর আগে নওগাঁ জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আকস্মিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।
ধর্মঘট প্রত্যাহারের পর পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
জুয়েল/এমবি