পিরোজপুরের কাউখালীতে অটোচাপায় হাবিবা (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নৈকাটি সড়কের কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী হাবিবা উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে। তিনি স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবা তার মায়ের সঙ্গে এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি অটো তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, হাবিবা ভালো ছাত্রী ছিল। তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতেন। খুবই শান্ত প্রকৃতির ছিল।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অদক্ষ চালক ও বেপরোয়া গাড়ি চলাচলের কারণে এমন দুর্ঘটনা ঘটছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বেপরোয়া ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ বশির আহম্মেদ/এমবি