Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় ভোটার হালনাগাদ কর্মসূচির সভা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮

তেঁতুলিয়ায় ভোটার হালনাগাদ কর্মসূচির সভা

সারাদেশের মতো পঞ্চগড়েও চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামীম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাকিম, শিক্ষক, সাংবাদিকসহ ভোটার হালনাগাদ কার্যক্রমের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গত ২০ জানুয়ারি থেকে সারাদেশ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তেঁতুলিয়া উপজেলায় কার্যক্রমটি চালু হয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি ডাটা এন্ট্রির মাধ্যমে এ ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা শামীম হোসেন।

সকলের প্রতি অনুরোধ করে নির্বাচন কর্মকর্তা বলেন, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, যাতে করে কেউ ভুল তথ্য বা ভুল কাগজপত্র দিয়ে কোনো ভাবেই ভোটার না হতে পারে। কোনো রোহিঙ্গা যেন ভোটার না হতে পারে সে দিকেও আমাদের সজাগ থাকতে হবে। ডাটা এন্ট্রি বা ছবি তোলার সময় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সভা শেষে উপজেলার সদর ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় নতুন ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশ নিয়ে ভোটার হতে দেখা যায়।

এসকে দোয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর