Logo

সারাদেশ

‘সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে’

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫

‘সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলের সম্মিলিত আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারকে হটানো সম্ভব হয়েছে। এটি আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, যা মুছে ফেলার চেষ্টা চলছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ’ স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার আন্দোলন বিকৃত করার চেষ্টা করা হয়েছিল। তবে ‘ইন্ডিয়া গেটে’ লিখে রাখা ইতিহাস দেখে আমরা উজ্জীবিত হই। আগামী দিনে ‘জুলাই আন্দোলন’-এর ইতিহাস বিকৃত করার চেষ্টা হলে, আমাদের এ স্মারক তা প্রতিহত করবে। আমরা সরকারকে আহ্বান জানাই, বৃহৎ পরিসরে ‘জুলাই আন্দোলন’-কে ইতিহাসের পাতায় স্থান দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে।

তিনি আরও বলেন, আবু সাইদ-মুগ্ধরা জীবন দিয়ে স্বাধীনতার আন্দোলন শুরু করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আজকের এ স্মারকের প্রথম পর্যায়ে ২৫০০ পৃষ্ঠার দশ খণ্ডে ৭১৭ জন শহীদের জীবনবৃত্তান্ত সংকলিত হয়েছে। ধাপে ধাপে ‘জুলাই আন্দোলনের’ সকল শহীদের জীবনী এতে সংযুক্ত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর। সঞ্চালনায় ছিলেন দলের মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ, তারিকুল ইসলাম (মহানগর কর্মপরিষদ সদস্য) অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন।

শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করে বলেন, তাদের স্বজনরা দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বক্তব্য দেন শহীদ তাওহীদুল ইসলামের বাবা আ. মান্নান, শহীদ আল আমিন রনীর শ্বশুর মো. কামাল হোসেন, শহীদ রাকিবের বাবা মো. আলমগীর হোসেন।

জেআই জুয়েল/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর