Logo

সারাদেশ

অবৈধ পুকুর খনন বন্ধে জেল-জরিমানা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮

অবৈধ পুকুর খনন বন্ধে জেল-জরিমানা

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে পুকুর খননের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে জেল ও জরিমানার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।  

উপজেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নাজিরপুর ইউনিয়নের ডোবারপাড়া এলাকায় অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন।  

অভিযানকালে তিন ব্যক্তিকে পুকুর খননের দায়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এর আগে একই ইউনিয়নে আরও একজনকে পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ‘অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সবাইকে আইন মেনে চলার অনুরোধ করছি।’  

মেহেদী হাসান তানিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর