Logo

সারাদেশ

নীলফামারীতে ভুট্টাক্ষেতে মিলল যুবকের মরদেহ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫

নীলফামারীতে ভুট্টাক্ষেতে মিলল যুবকের মরদেহ

নীলফামারী সদরের গোরগ্রাম ইউনিয়নে জহুরুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে পার্শ্ববর্তী বড়াইবাড়ী গ্রামের কাঁচা রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জহুরুল ইসলাম ওই ইউনিয়নের কির্ত্তীনিয়া পাড়া (ডাঙ্গা পাড়া) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

এ ঘটনায় জহুরুলের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী রুমা বেগম বলেন, বৃহস্পতিবার আমার স্বামী সন্ধ্যায় বাড়ি থেকে হাজীগঞ্জ বাজারে গেলে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে তার মরদেহ গ্রামের লোকজন রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। আমি স্বামী হত্যার বিচার চাই।

সদর থানার ওসি জানান, নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

তৈয়ব আলী সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর