বিপন্ন ১১ মুখপোড়া হনুমানের ঠাঁই হলো সাফারি পার্কে
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০
![বিপন্ন ১১ মুখপোড়া হনুমানের ঠাঁই হলো সাফারি পার্কে](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/07/Bangladesher-khabor-mustain---2025-02-07T192757-67a60ae665f47.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর যাত্রাবাড়ী থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতের দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে এসব হনুমান হস্তান্তর করা হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ১১টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও তিন পাচারকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৩ মাস করে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত হনুমানগুলো গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, তারা খবর পান যে, একটি ব্যক্তিগত গাড়িতে ১১টি মুখপোড়া হনুমান পাচার করা হচ্ছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, জেলা প্রশাসন, ডিবি পুলিশ ও বন অধিদপ্তরের যৌথ অভিযানে ১১টি হনুমান উদ্ধার করা হয়। পাচারকারীরা এ প্রাণীগুলো চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এর আগে গত ৮ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ৮টি মুখপোড়া হনুমান কুষ্টিয়ায় পাচার করার চেষ্টা হয়েছিল। তখন দুই পাচারকারীসহ ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। পরে হনুমানগুলো গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।
সোহেল/এমবি