শেরপুর সীমান্তে ৬ টন ভারতীয় চোরাই জিরা জব্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত থেকে প্রায় ৬ টন ভারতীয় চোরাই জিরা জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ানের (৩৯ বিজিবি) টহল দল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে বিজিবির হাতিপাগাড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাই জিরা জব্দ করেন।
এছাড়া একই দিন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিজিবির সূর্যপুর বিওপির অভিযানে ৮৩৩ কেজি জিরা এবং আইলাতলী বিওপির অভিযানে ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করা হয়। বিজিবি জানায়, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল।
বিকেলে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল মোট ৬ হাজার ৬৬৮ কেজি জিরা এবং ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড উদ্ধার করে। জব্দকৃত এসব চোরাই পণ্যের বাজারমূল্য প্রায় ৮১ লাখ ৯ হাজার টাকা।
তবে অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামালের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সতর্ক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাহরিয়ার শাকির/এমবি