টেকনাফে আ.লীগ কর্মীদের হামলায় জামায়াতের ২ কর্মী আহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬

টেকনাফের হ্নীলায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় দুই জামায়াত কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে হ্নীলা ইউনিয়নের ৬ নংওয়ার্ড উলুচামরী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, উলুচামরী এলাকার ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আবুল হোছাইনের ভাই ছৈয়দ হোছনের ছেলে কফিল, কায়সার, রাসেল, জালাল প্রকাশ বদাইয়া, আবছার ও জুম্মাপাড়া এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ বাবুলের নেতৃত্বে অতর্কিতভাবে উলুচামরী এলাকার জামায়াত কর্মী নুরুল ইসলাম (৬০), তার ছেলে হ্নীলা আল ফালাহ একাডেমীর শিক্ষক জামায়াত কর্মী আনোয়ারুল ইসলাম সিফাতকে বেধড়ক মারধর করে। মাথায় ও পায়ে আঘাত করে ফেলে রেখে, বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালিয়ে বীরদর্পে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের উভয়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখমপ্রাপ্ত হওয়ায় হ্নীলা উপ-স্বাস্থ্যকেন্দ্র কর্মকর্তা ডা. শংকর চন্দ্র তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। বিষয়টি টেকনাফ থানাকে অবহিত করা হয়েছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা এলাকার সন্ত্রাসী, অপহরণকারী চক্রের সদস্য। তাদের কাছে ভারী অস্ত্রসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে। ফলে এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন আহতদের পরিবার।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে