Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ১ মাস বয়সী শিশু চুরি

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫

কুষ্টিয়ায় ১ মাস বয়সী শিশু চুরি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১ মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পাকুড়িয়া গ্রামে বিজয় হোসেন নামে ওই শিশুটি চুরি হয়।

চুরি যাওয়া শিশু একই এলাকার বাবু ও সোনিয়া দম্পতির ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটিকে বারান্দায় শুইয়ে রেখে মা সোনিয়া গোসল করতে যান। এ সময় প্রতিবেশী হিসেবে এক ব্যক্তি এসে শিশুটিকে নিয়ে যায়। শিশুটির বাবা বাবু হোসেন মাঠ থেকে ফিরে এসে শিশুটিকে খোঁজ করতে থাকেন। তখন শিশুটির মা সোনিয়া জানান, কেউ একজন শিশুটিকে নিয়ে গেছে। পরে আশপাশের বাড়িগুলোতে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু শিশুটির কোনো সন্ধান মেলেনি।

এরপরে শিশুর বাবা বাবু হোসেন দৌলতপুর থানায় এসে শিশুর হারানোর একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, শিশু চুরির অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হবো। অপরাধী যেই হোক, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর