Logo

সারাদেশ

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর দখলমুক্ত খাল

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর দখলমুক্ত খাল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাঁও এলাকায় শত বছরের একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগে ‘বাংলাদেশের খবর’ এ সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে অবৈধভাবে তৈরি রাস্তাটি ভেঙে দেওয়া হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি দখলের চেষ্টা চলছিল। তবে প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, সরকারি জলাধার দখল করে ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন সরকারি খাল দখল করে আ.লীগ নেতার রাস্তা নির্মাণ

এ অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং খাল দখলমুক্ত রাখতে নজরদারি জোরদার করার আহ্বান জানান।

এরশাদ হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর