Logo

সারাদেশ

ছাত্র-জনতার ওপর হামলা, হেলমেট বাহিনীর সদস্য গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৪

ছাত্র-জনতার ওপর হামলা, হেলমেট বাহিনীর সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে হেলমেট বাহিনীর সদস্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার গাজিরচট বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু আহমেদ আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজু আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলমেট পড়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিলেন। এ সময় তিনি একাধিক হত্যার ঘটনায় নেতৃত্বে ছিলেন এবং হেলমেট বাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, একাধিক ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেপ্তার রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হেলমেট মাথায় পড়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর