Logo

সারাদেশ

তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদ

Icon

আমতলী প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪

তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদ

ছবি : বাংলাদেশের খবর

বরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ফয়সাল সিকদারকে হত্যা মামলায় আসামি করা এবং দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. ইউসুফ আলীর ওপর হামলার পর মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, তালতলী  সাংবাদিক ফোরাম, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ঐক্য জোট, মফস্বল সাংবাদিকরা। 

এতে তালতলী প্রেসক্লাবের সহসভাপতি মংচিন থানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা. আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ। 

এস এম সুমন রশিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর