কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬

গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে জামালপুর-ঘোড়াশাল সড়কে বিক্ষোভ ও অবরোধ করা হয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সোলাইমান আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত করেন। তার অনুরোধে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রফিক সরকার/এমবি