-67a8d14c6c89d.jpg)
ছবি : সংগৃহীত
কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে দুর্নীতি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলা জজ আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সিরাজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রুহুল আমিনসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী। মামলার পরেই সাবেক ডিসি রুহুল আমিনের নাম বাদ দিয়ে নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এরপর, কায়সারুল ইসলাম চৌধুরী মামলার নথিপত্র জালিয়াতির অভিযোগে নতুন একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে, ২৩ জানুয়ারি আদালত পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে, রুহুল আমিন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা— সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল, এবং স্টেনোগ্রাফার জাফর আহমদ জামিনে রয়েছেন। তবে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী পলাতক রয়েছেন।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়, যার জন্য ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু চিংড়ি ঘের অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত ৪৬ কোটি টাকা থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই