Logo

সারাদেশ

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

খুলনায় সোহেল রানা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বুড়ো মৌলভীর দরগা রোডস্থ আশরাফুল আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের দুই হাত, দুই পা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোহেল রানা ওই এলাকার আশরাফ শেখের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল রানা শনিবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে সেখান থেকে বের হয়ে আসে। স্ত্রী শারমিন একাধিকবার ফোন করে তাকে না পেয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর পরিবারের সদস্যরা শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে এবং সোহেল রানাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার দুই হাত, দুই পা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি ধারালো ছুরি উদ্ধার করেছে।

থানার অফিসার ইনচার্জ জানান, বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বুড়ো মৌলভীর দরগা রোডে একটি মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তারিকুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর