Logo

সারাদেশ

চট্টগ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৩

চট্টগ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ২

চট্টগ্রাম নগরীতে একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির ওই বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামাবাজার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে হতাহতের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, পাঁচ কক্ষ বিশিষ্ট কাঁচা বাড়িটিতে অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর