Logo

সারাদেশ

আ. লীগের আমলে ঘরে ঘরে শয়তান তৈরি হয়েছে : শামা ওবায়েদ

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮

আ. লীগের আমলে ঘরে ঘরে শয়তান তৈরি হয়েছে : শামা ওবায়েদ

ছবি : বাংলাদেশের খবর

আ. লীগের আমলে ঘরে ঘরে শয়তান তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

 তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে শয়তান তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে, আমরা চাই তারা তাদের ধরুক। জনগণকে শোষণ করে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অথচ গ্রামে একটা রাস্তা বানাতে পারে নাই।’

এ সময় ক্ষতিগ্রস্ত ছয় কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন।

এ সময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মাতুব্বরসহ অনেকে উপস্থিত ছিলেন।

মো. পারভেজ মিয়া/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর