Logo

সারাদেশ

রেড ক্রিসেন্টের ফেনী ইউনিটের নতুন কমিটি ঘোষণা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪

রেড ক্রিসেন্টের ফেনী ইউনিটের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কার্যক্রম সচল ও গতিশীল করার লক্ষ্যে তিন মাস মেয়াদে এ কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা. কবির মো. আশরাফ আলম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঘোষিত কমিটিতে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম পদাধিকার বলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিস্টার।

এছাড়া জেলা বিএনপির সদস্য ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক, ডা. জিয়াউদ্দিন লাতিম, সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক যুব প্রধান হাসান রাব্বী ও কামরুল জামান মজুমদার এবং ছাত্র প্রতিনিধি ওমর ফারুক।

এমরান পাটোয়ারী/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর