Logo

সারাদেশ

মদনে ভবন নির্মাণের নামে ৭ বছর ধরে মাদ্রাসা দখল!

Icon

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২

মদনে ভবন নির্মাণের নামে ৭ বছর ধরে মাদ্রাসা দখল!

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোনার মদন উপজেলার কদশ্রী দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ কাজের সাত বছর পার হলেও এখনো শেষ হয়নি। বরং পুরো মাদ্রাসার মাঠ ও শ্রেণিকক্ষ দখল করে রেখেছে ঠিকাদারের লোকজন। যার ফলে শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বারবার প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার মেলেনি।

নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলে অবস্থিত কদমশ্রী গ্রামে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয় কদশ্রী দাখিল মাদ্রাসা। শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকায় ২০১৮ সালে এখানে একটি চারতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় নেত্রকোনার ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন সৈকত। কাজ শেষ হওয়ার সময়সীমা ছিল ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু এখনো তা সম্পন্ন হয়নি। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। 

২০১৮ সাল থেকে ঠিকাদারের লোকজন মাদ্রাসার কয়েকটি শ্রেণিকক্ষ দখল করে রেখেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার মাদ্রাসায় গেলে দেখা যায়, পুরো মাদ্রাসা প্রাঙ্গণে ইট, পাথর, বালু ও রড ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দশম শ্রেণির কক্ষে সিমেন্টের গোডাউন বানানো হয়েছে। এ পাশে সিমেন্ট ও অন্য পাশে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হচ্ছে। নবম শ্রেণির কক্ষ দখল করে সেখানে বসবাস করছে ঠিকাদারের লোকজন। ফলে শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে শিক্ষার্থী উপস্থিতিও কমে গেছে।

এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী মারুফা আক্তার, রিয়া মনি ও ফারজানা আক্তার বলেন, আমাদের শ্রেণিকক্ষের ভেতরে সিমেন্ট রাখা হয়েছে। কয়েক বছর ধরে আমরা এ অবস্থায় পড়াশোনা করছি। ৩০ জন শিক্ষার্থীর বসার জায়গা নেই। তাই অনেকে মাদ্রাসায় আসতে চায় না। ক্লাস চলার সময় শ্রমিকরা হুট করে এসে সিমেন্ট নিয়ে চলে আসেন। এতে মনোযোগ নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে মাদ্রাসার সুপার এ টি এম মাইদুল ইসলাম জানান, ২০১৮ সালে কাজ শুরু করার কথা থাকলেও কাজ শুরু করেছে ২০১৯ সালে। শেষ করার কথা ২০২৩ সালে। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। শ্রেণিকক্ষে মালপত্র রাখতে বার বার নিষেধ করলেও ঠিকাদারের লোকজন মানছে না। কয়েকটি বছর ধরে মাদ্রাসার পাঠদানের খুবই সমস্যা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সুজাত হুসাইন জানান, কাজ শেষ করার জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। কোনো রকম নিম্নমানের সামগ্রী আমরা ব্যবহার করছি না। তবে শ্রেণিকক্ষ দখলের বিষয়ে কোনো উত্তর না দিয়ে তিনি মাদ্রাসা থেকে চলে যান।

এ ব্যাপারে নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শাহি আলম জানান, কদশ্রী মাদ্রাসার কাজ নিয়ে একটু অসুবিধায় আছি। ঠিকাদারকে বার বার বলেও কাজ শেষ করতে পারছি না। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত জানান, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

নিজাম তালুকদার/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নেত্রকোনা মদন উপজেলা দাখিল মাদ্রাসা মাদ্রাসা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর