Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার মিরপুরে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে মিরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা পার হওয়ার সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর