
সুনামগঞ্জের ছাতক উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে মো. আব্দুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
আব্দুর রহমান উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক।
ছাতক থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সিকান্দর আলী জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির লক্ষে বিভিন্ন অপপ্রচার, অগ্নিসংযোগের মাধ্যমে সরকারের সম্পদ নষ্ট করার পরিকল্পনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পতনের আন্দোলনে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা (নং ১৫) দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
সেলিম/এমবি