Logo

সারাদেশ

জামালপুরের নয়ানগরে আ.লীগ কার্যালয় ভাঙচুর

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২

জামালপুরের নয়ানগরে আ.লীগ কার্যালয় ভাঙচুর

জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত আওয়ামী লীগের আধাপাকা কার্যালয়টিতে হামলা চালিয়ে দরজা, জানালা ও আসবাবপত্র লুটপাট করার ঘটনা ঘটে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর