উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইতালিতে মানবপাচার, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮
-67ac8f27002e7.jpg)
ঢাকার দোহারে ইতালির উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার লিপন মাতুব্বর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আনোয়ার ওরফে আনো মাতব্বর।
র্যাব-১০ সদর দপ্তর কেরানীগঞ্জে এক সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বেকার যুবকদের উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে ইতালী নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। র্যাব ফোর্সেস উক্ত ঘটনার রহস্য উন্মোচনসহ ঘটনার সাথে জড়িত মানবপাচার চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈরের ইতালিতে গমনকৃত কতিপয় ব্যক্তিদের মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদম ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে তাদের বিষয়ে জানতে চাইলে আদম ব্যবসায়ীরা তাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এবং আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে এ ঘটনায় মিন্টু হাওলাদার বাদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। নাজমিন বেগম বাদী হয়ে মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব-৩ ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর ভাটারা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।
এমজে