লালমনিরহাটে ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮
-67ac9893b6e9f.jpg)
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ করেছেন ছাত্র জনতা। বিকেল তিনটা পর্যন্ত রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে ছাত্র-জনতা অবস্থান নেন রেললাইনের ওপরে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী-ঢাকা রেলরুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের তুষভান্ডার যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় তিন ঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়।
কালীগঞ্জে ছাত্র-জনতা-এলাকাবাসীর পক্ষ থেকে অবরোধ ও মানববন্ধন আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা তুষভান্ডার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। পরে তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন থামিয়ে দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। লালমনিরহাট রেলওয়ের কর্মকর্তা যাত্রাবিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।
কর্মসূচিতে সাব্বির আহমেদ লাভলু বলেন, ‘তুষভান্ডার বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ জানানো হয় তুষভান্ডার রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে না। পরে স্থানীয় সুধীজন ও এলাকাবাসী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি যেন তুষভান্ডার রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়, সেই দাবিতে আন্দোলন করা হয়।’
ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা এসে ছাত্র-জনতার সাথে কথা বলে পরিচিতি নিয়ন্ত্রণ করেন ।
এমজে