ধর্ষণের শিকার ১০ বছরের শিশু, ধর্ষক গ্রেপ্তার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বরগুনা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

বরগুনার আমতলীতে ১০ বছরের এক মেয়েকে ধর্ষণের ঘটনায় ধর্ষক নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ র্যাব—৮ ও পটুয়াখালী র্যাব—১১ যৌথ অভিযানে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ওই শিশুর বাবা-মা আমতলীর এক ইটভাটায় শ্রমিকের কাজ করেন। বাড়ি যাওয়ার জন্য গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় রফিক হাওলাদারের জামাতা নুরুল ইসলামের মোটরসাইকেলে শিশুকে পাঠানো হয়। পথে মোটরসাইকেল চালক নুরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ শেষ বাড়ির সামনে রেখে চলে যায়।
শিশুটি জানায়, এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করে ফেলবে বলে শাসিয়ে যায় ধর্ষক নুরুল ইসলাম। তাই ওই রাতে ঘটনা পরিবারের কাউকে জানায়নি। পরের দিন শিশুটি শরীরিক যন্ত্রণা সইতে না পেরে দাদীর কাছে বলে দেয়।
এ ঘটনায় শিশুর বাবা গত ১৭ জানুয়ারি ধর্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী—২০০৩) এর ৯(১) ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ র্যাব—৮ ও পটুয়াখালী র্যাব—১১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে ধর্ষক নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ধর্ষক নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আনতে পুলিশ পাঠানো হয়েছে।
- এইচ এম কাওসার মাদবর/ওএফ