Logo

সারাদেশ

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্ট, আ.লীগ সভাপতিসহ আটক ২

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেট, কুড়িগ্রাম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্ট, আ.লীগ সভাপতিসহ আটক ২

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুর ‍উপজেলায় পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রাহিমুল ইসলাম ফুলু (৪৮), শরিফুল ইসলাম (২৫) ও আব্দুল করিম(৪২)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গুনাইগাছ চৌরাস্তা মোড়, থেতরাই বাজার ও সাহেবের আলগায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাহেবের আলগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম ফুলু ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের থেতরাই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের জেলে পাঠানো হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

  • মোহাইমিনুল ইসলাম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর