নিখোঁজ স্কুলছাত্রের উদ্ধার দাবিতে মানববন্ধন, সিরাজদিখান থানায় হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬
-67acaad22ffeb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জে ২৩ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র ও মিশুকচালক রোমান শেখকে উদ্ধারের দাবিতে করা মানববন্ধন থেকে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিছিল করে হামলা চালানো হয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে ব্যাপক ভাঙচুর চালান বিক্ষোভকারীরা।
স্থানীয়রা জানান, সিরাজদিখানের থৈরগাঁও গ্রামের রোমান শেখ ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের দাবিতে ছাত্র-জনতা সিরাজদিখান উপজেলা মোড়ে বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখান থেকে মিছিল নিয়ে থানায় যান। একপর্যায়ে দুপুর ১২টার কিছু পরে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। থানা ছাড়াও থানার সামনের গাড়িও ভাঙচুর করা হয়।
থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার গ্লাস ভাঙচুর করেন তারা। এ ছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করা হয়।
রোমান শেখ স্থানীয় বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। দরিদ্রতার কারণে লেখাপড়ার পাশাপাশি সে মিশুক চালাতো। মানববন্ধনকারীরা ২৩ দিনেও তাকে উদ্ধার করতে না পারা নিযে ক্ষোভ প্রকাশ করেন।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার কারণ উদঘাটন ও পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হচ্ছে।’
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ‘মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে চারটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান।’
এদিকে ঘটনার পরপরই জেলা শহর মুন্সীগঞ্জ থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
আবু সাঈদ/এমজে