Logo

সারাদেশ

পুরোনো নাম ফিরে পেল পঞ্চগড় রেলওয়ে স্টেশন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২

পুরোনো নাম ফিরে পেল পঞ্চগড় রেলওয়ে স্টেশন

ছবি : বাংলাদেশের খবর

অবশেষে নিজের পুরোনো নাম ফিরে পেল পঞ্চগড় রেলওয়ে স্টেশন। দীর্ঘ ছয় মাস ধরে চলা আন্দোলনের পর স্টেশনের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

নাম পরিবর্তনের পাশাপাশি স্টেশনটির কোডও বদলে গেছে। নতুন কোড ‘PCGS’ (পিসিজিএস) নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ‘BMSM’। এছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়ের আরও দুটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে— এডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশন ও উমেদ নগর স্টেশন।  

ব্রিটিশ আমলে পাবর্তীপুর-রুহিয়া রেলপথ এবং ১৯৬৭ সালে পাকিস্তান আমলে রুহিয়া-পঞ্চগড় রেললাইন নির্মিত হয়। কিন্তু ২০১৯ সালে তৎকালীন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন স্টেশনের নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ রাখেন। সিরাজুল ইসলাম ছিলেন তার বড় ভাই।  

তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই স্থানীয়দের মধ্যে স্টেশনের নাম পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে। বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষও ঐতিহ্যবাহী নাম ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরিয়ে আনার পক্ষে আন্দোলন গড়ে তোলেন। অবশেষে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার স্টেশনের নাম পুনরায় ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ঘোষণা করল।  

এ নিয়ে পঞ্চগড়বাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেছেন। 

তারা  মনে করছেন, এটি কেবল একটি নাম পরিবর্তন নয়, বরং পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যের স্বীকৃতি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘এই নামটাই আমাদের পরিচয় বহন করে। স্টেশনের নাম পরিবর্তন হওয়ায় আমরা গর্বিত।’

এসকে দোয়েল/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর