Logo

সারাদেশ

পিকনিকে গিয়ে সুইমিংপুলে ডুবে প্রাণ গেল শিশুর

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪

পিকনিকে গিয়ে সুইমিংপুলে ডুবে প্রাণ গেল শিশুর

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলে পানিতে ডুবে এক শিশু মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত শাহাদাত হোসেন (৬) শনির আখড়া এলাকার একটি মাদ্রাসায় প্লে গ্রুপে পড়ত।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘মাদ্রাসা থেকে শিক্ষার্থী ও পরিবারসহ প্রায় দেড়শ জনের মতো কেরানীগঞ্জ রাজাবাড়ি গার্ডেন পার্কের পিকনিকে গিয়েছিল। সেখানে শিশুটি সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।’

‘সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

শাহাদাত মুন্সীগঞ্জ জেলার ইতালি প্রবাসী হোসেনের ছেলে। বর্তমানে কদমতলী পলাশপুরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। সে এক ভাই এক বোনের মধ্যে ছিল ছোট।

এআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর