Logo

সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্ত্রীর হত্যা মামলায় স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদার (৩১) কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুপ কুমার চন্দ্র সরদার রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান জানান, মামলার তিন আসামির মধ্যে দুইজন আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, এবং অপর আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার তৃতীয় আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সাথে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সারদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুপ কুমার তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করছিলেন এবং তাকে নির্যাতন করতেন। ২০১৬ সালের ৯ নভেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।  

ফিরোজ আল আমিন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর