শ্রীমঙ্গলে নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪

ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে বসন্ত বরণ উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বসন্ত উৎসব উপলক্ষে মেলায় বিভিন্ন জাতের পিঠার স্টল বসানো হয়েছে। বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন অতিথিদের নিয়ে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।
উৎসবে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, শ্রীমঙ্গলে এত সুন্দর ও ব্যতিক্রমী বসন্ত উৎসব এর আগে কখনো দেখেননি। চারপাশ ফুল দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে এটি যেন এক ফুলের স্বর্গরাজ্য। তারা শ্রীমঙ্গল উপজেলায় এমন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘বসন্ত মানেই নতুন প্রাণের কলরব ও তারুণ্যের মেলা। আমরা অনুষ্ঠানটি আগামীকাল শুরু না করে সঙ্গত কারণে আজ থেকে শুরু করেছি। আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী উৎসবের সূচনা হলেও এটি কালও দর্শনার্থীদের জন্য চলমান থাকবে।’
আল ইব্রাহিম/এমআই