Logo

সারাদেশ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ নিহত ৩

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ নিহত ৩

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। কাহারোল উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। অপরদিকে, ফুলবাড়িতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রে নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কাহারোল উপজেলার গড়নড়পুর এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকে থাকা এক নারী ও এক শিশু গুরুতর আহত হন। পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার হীরাহার এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নারগিস বেগম (৪০) ও রামডুবি গ্রামের শুভ ইসলামের মেয়ে হুমায়রা (২ মাস)।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে সিয়াম (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম সাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সিয়াম ফুলবাড়ি উপজেলার শিবনগর গ্রামের হবিরের ছেলে।

স্থানীয় বাসিন্দা আরিফুল জানান, সিয়াম শবে বরাতের ছুটিতে বাড়ি গিয়ে সাইকেল চালাতে বের হয়েছিল। তখনই দুর্ঘটনার শিকার হয়।

ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) বুলু সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

রহমত আল আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর