Logo

সারাদেশ

তাহেরীর আগমনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৭

তাহেরীর আগমনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

গিয়াস উদ্দিন তাহেরী

আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আমপাল গ্রামের নিজাম উদ্দিন, ইয়াসিন, রুবেল মাঝি, মনির হোসেন, জুয়েল, আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিন তাহেরী আসার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগামী ২১ ফেব্রুয়ারি সুরুজ ফকির বাড়িতে তাহেরীর আগমনের কথা থাকলেও তার আগেই এলাকাবাসীর একাংশ তার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আমপাল পূর্বপাড়ার ডালিমের বাড়ির সামনে পৌঁছালে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। একপর্যায়ে মিছিলকারীরাও পাল্টা হামলা করে। ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ১০ জন আহত হন।  

এ বিষয়ে মিছিলকারীরা বলেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। কিন্তু হঠাৎ করে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারা এই হামলার বিচার দাবি করেছেন। 

অপরদিকে, মাহফিলের আয়োজক রবিউল জানান, তাদের কাছে খবর আসে যে মিছিলকারীরা মাজার ভাঙতে আসছে। তাই স্থানীয় নারী-পুরুষরা বাধা দেয়। এ সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং তাদের পক্ষের কয়েকজন আহত হন।  

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর