
নওগাঁর নিয়মতপুরে রাতের অন্ধকারে এক বৃদ্ধাকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বেগম (৬০) নামের ওই বৃদ্ধাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বেগম জয়পুর গ্রামের মোকসেদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহতের ছেলে ইমরান আলী (৩২) জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি মসজিদে এশার নামাজ আদায়ের জন্য যান। রাত ৯টার দিকে বাড়ি ফিরে বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাথরুমে গেছেন, অনেকক্ষণ হলো কিন্তু এখনো আসেননি। মা বাথরুমে না গিয়ে আঙ্গিনায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন।
তিনি আরও বলেন, তার কপালে আঘাতের চিহ্ন ছিল। পরে মাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, ইমরানের স্ত্রীর পরিবারের লোকজন এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তবে এ ঘটনায় থানায় এখনও মামলা দায়ের হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, নিহতের ছেলে ইমরান বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে। নিহত বেগম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পরে দাফনের সিদ্ধান্ত হবে।
এম এ রাজ্জাক/এমবি