এতিমদের জন্য বাজার করে ফেরা হলো না বাবুর

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১

নওগাঁর আত্রাইয়ে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাদিকুর রহমান বাবু (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার আত্রাই-পতিসর সড়কের বারবিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুর রহমান বাবু উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিকুর রহমান বাবু নিজ গ্রামের মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বারবিঘা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে নওদুলী বাজার এলাকা থেকে ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। আটক চালক হাফিজুর রহমান (৩৪) রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমরান মাহমুদ প্রত্যয়/এমবি