Logo

সারাদেশ

ফ্যাসিস্ট সরকারের বড় আবিষ্কার ছিল আয়নাঘর : আমান

Icon

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬

ফ্যাসিস্ট সরকারের বড় আবিষ্কার ছিল আয়নাঘর : আমান

ছবি : বাংলাদেশের খবর

‘ফ্যাসিস্ট সরকারের বড় আবিষ্কার ছিল আয়নাঘর’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান।

তিনি বলেন, দেশে উন্নয়নের নামে চলত প্রহসনের নির্বাচন। যেখানে ভোট ডাকাতি হতো দিনের ভোট রাতে। বিরোধী দল প্রতিবাদ করলেই ঠিকানা হতো আয়নাঘর। শেখ হাসিনা বিরোধী দলকে দমন করতেই আয়নাঘর তৈরি করেছিল। যেখানে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরাণীগঞ্জ মডেল উপজেলার নীলটেক সিঙ্গাশুর স্পোর্টিং ক্লাব আয়োজিত জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছে। তিনি খুব গর্ব করে বলতেন ‘শেখ হাসিনা পালায় না’, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না। অত্যাচারীরা কখনো ঠিক থাকতে পারে না।

আমান উল্লাহ আমান আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের কখনো ভুলব না। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মো. শিমুল মাদবর, মো. জিরাজুল ইসলাম, আবু দাউদ রায়হানসহ অনেকে।

এরশাদ হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর