Logo

সারাদেশ

কোম্পানীগঞ্জে ভূমিহীনদের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯

কোম্পানীগঞ্জে ভূমিহীনদের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে ভূমিহীনদের সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া জমি দখল ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। তারা দখলকৃত জমি পুনরুদ্ধার ও দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের কাজীরার চর এলাকায় কয়েক হাজার ভূমিহীন এ কর্মসূচিতে অংশ নেয়।

ভুক্তভোগীরা জানান, ২০১৩ সালে সরকারিভাবে প্রায় ৬ শতাধিক ভূমিহীন পরিবারকে দেড় একর করে খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়। দীর্ঘ ৮ বছর বসবাসের পর ২০২২ সালে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন কামাল কোম্পানি ওই জমিগুলো দখলের উদ্দেশ্যে ভূমিহীনদের ওপর হামলা চালান।

তারা অভিযোগ করেন, ভূমিহীনদের বসতঘর ভাঙচুর, মারধর ও জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নোটারি করে এসব জমি নিজের নামে নিয়ে নেন কামাল কোম্পানি। পাশাপাশি পার্শ্ববর্তী নোয়াখালী খালের একটি অংশও দখল করেন। ফলে সাম্প্রতিক বন্যায় এলাকাবাসী দীর্ঘদিন পানিবন্দি হয়ে কষ্ট করেছে।

ভূমিহীনদের দাবি, দখলকৃত জমি চট্টগ্রামের একটি কোম্পানির কাছে ৩০ কোটি টাকায় লিজ দিয়েছেন কামাল কোম্পানি। যেখানে এখন মাছের প্রকল্প চলছে। ভূমিহীনরা তাদের নিজ জমিতে প্রবেশের চেষ্টা করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা।

আজাদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর