Logo

সারাদেশ

চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬

চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চন্দনাইশের দোহাজারীর সাঙ্গু কনভেনশন হলে জামায়াতের দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া) আসনে চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেনকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সাঙ্গু থানার জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক ও দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন আবুল বশর ছিদ্দিকী, জমির আদনান, মাস্টার নুর হোসাইন, কাজী মাওলানা কুতুবউদ্দিন, মাস্টার নুরুল হুদা, কাজী আহসান সাদেক পারভেজ, মুহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা আয়ুব আলী, মাস্টার সিরাজুল ইসলাম, নাছিরুল্লাহ, অধ্যক্ষ বদরুল হক, সাবেক ছাত্র নেতা শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

এম হেলাল উদ্দিন নিরব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর