দেবীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড় (দেবীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২

পঞ্চগড়ের দেবীগঞ্জের উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম মনসহ (৪২) আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার অপর দুইজন হলেন- আবু হানিফ (৫৫) ও ইয়াকুব আলী (৪৬)। আবু হানিফ দেবীগঞ্জের দেবীডুবা কৃষক লীগের সভাপতি। তিনি আফাজ উদ্দিনের ছেলে। ইয়াকুব আলী দন্ডপাল ইউনিয়নের ওয়ার্ড ইউনিয়ন সভাপতি। মঞ্জুরুল ইসলাম মনু উপজেলা সদরের নতুন বন্দর গ্রামের মকসেদ আলীর ছেলে।
মঞ্জুরুল ইসলাম মনুর মামলা সম্পর্কে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে গত ৪ আগস্টে রবিউল ইসলাম রুবেল ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে দেবীগঞ্জে আসার জন্য রওনা দেন। করতোয়া সেতুর পশ্চিম পাড়ের সড়কে উপস্থিত হওয়ার পর দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর নেতৃত্বে রুবেলের ওপর হামলা করা হয়।
এতে তার বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে পথচারীরা আহত রুবেলকে উদ্ধার করে দেবীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় রবিউল ইসলাম রুবেল বাদী হয়ে ৪৪ জনের নামসহ অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করে মামলা করেছিলেন। রবিউল ইসলাম উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের হাকিমপুর মৌমারী এলাকার বাসিন্দা।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা জানান, শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা অনুযায়ী অভিযান চালানো হয়। মঞ্জুরুল ইসলাম মনুকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায়, আবু হানিফ ও ইয়াকুব আলীকে নির্বাচনী সহিংসতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এসকে দোয়েল/এমবি