Logo

সারাদেশ

ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫

ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

শেরপুরে ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় ব্যাট দিয়ে পিটিয়ে হাবিবুর রহমান লেমন (৩৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। দুইদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত হাবিবুর রহমান লেমন শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি তার বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে লেমন তার মালিকানাধীন ধানের চাতালে ক্রিকেট খেলতে আসা কয়েকজন যুবককে নিষেধ করেন। এ সময় স্থানীয় ফজু মিয়া, তার তিন ছেলে নাজমুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মনির ও মো. লিখনসহ কয়েকজন যুবক তাকে ক্রিকেট ব্যাট, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে লেমন মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা লেমনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার মহাখালি মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে লেমন মারা যান।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, লেমনের স্বজনরা জানিয়েছেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার লাশ শেরপুরে আনার পর ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, ইতোমধ্যে হত্যা প্রচেষ্টার মামলা দায়ের হয়েছে। এ মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

শাহরিয়ার শাকির/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর