Logo

সারাদেশ

বিএনপির সমাবেশের আগে হঠাৎ বেড়েছে তিস্তার পানি

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

বিএনপির সমাবেশের আগে হঠাৎ বেড়েছে তিস্তার পানি

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করার ঠিক দুই দিন আগে, ভারত থেকে উজানের পানি ছাড়া হয়েছে। খরা মৌসুমে হঠাৎ করে তিস্তায় পানি বাড়ায় নদীর তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নদীতে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার। 

তিনি বলেন, নদীতে হঠাৎ পানি কিছুটা বেড়েছে। এদিন সন্ধ্যা ৭টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের নদী তীরবর্তী কৃষকদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নদীর জেগে ওঠা বালুচরে চাষ করা রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল-বাদামসহ অন্যান্য ফসল ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ পানি বৃদ্ধির ফলে কৃষকদের পরিশ্রম ও বিনিয়োগ ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। পরিস্থিতির অবনতি হলে কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিস্তা নদীর পানির ন্যায্য ইচ্ছা আদায় এবং তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর সাথে এবার মাঠে নামছে বিএনপি। এই লক্ষ্যে নদীর তীরবর্তী অঞ্চলে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে দলটি।

‘জাগো বাহে তিস্তা বাচাই’ স্লোগানে তিস্তা নদীর কাওনিয়া সেতু, মহিপুর সেতু ও তিস্তা ব্যারেজসহ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীর এ পাঁচ জেলার ১১ পয়েন্টে কর্মসূচি পালন করা হবে। 

দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার জিয়া সেতুর পাশে ১৭ তারিখ দুই দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধন অনুষ্ঠান এলইডির মাধ্যমে জেলার সব পয়েন্টে একযোগে প্রচার হবে। ১৮ ফেব্রুয়ারি রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপির মিডিয়া সেল সদস্য খাইরুল কবীর খান জানান, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সারাদিন ও রাতব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • রাসেদ খান/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর