Logo

সারাদেশ

বোয়ালমারী মহিলা কলেজের নির্বাচন নিয়ে বিএনপির ২ গ্রুপের তৎপরতা

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

বোয়ালমারী মহিলা কলেজের নির্বাচন নিয়ে বিএনপির ২ গ্রুপের তৎপরতা

ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানিজিং কমিটির নির্বাচন নিয়ে বিএনপির ২ গ্রুপের তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে নিজের প্রার্থীদের জয় নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত তার নিজস্ব বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকদের সঙ্গে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। পাশাপাশি সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের (ঝুনু মিয়ার সমর্থক) নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আব্দুর ছবুর সেখ, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, কাউন্সিলর আজিজুল হক, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, ইউপি সদস্য এনায়েত হোসেন, এসএম শহিদুল ইসলাম প্রমুখ। 

আসন্ন নির্বাচনে ঝুনু মিয়ার প্রতিদ্বন্দ্বী ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের অন্যতম মনোনয়োন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। তার সমর্থিত প্রার্থীরাও বোয়ালমারী মহিলা কলেজের নির্বাচনে অংশ নেবেন। তারাও জয় পেতে নানাভাবে তৎপরতা চালাচ্ছেন। 

এমএম জামান/বিএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর