
অনিয়মের অভিযোগে ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণকাজ যাচাই-বাছাই করেন কর্মকর্তারা।
দুদক জানায়, ২০২৪ সালের ২১ মার্চ একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে প্রকল্পের কাজ বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা মোতাবেক রোববার সকালে দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল সিটি করপোরেশনের নগরভবনে যায়। পরে প্রকল্পটির তিনটি প্যাকেজের কাজের বিভিন্ন নথি সংগ্রহ করে সেগুলো নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন তারা।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বলছেন, উন্নয়ন কাজে কোনো অনিয়ম হয়নি।
নাজমুস সাকিব/ওএফ