Logo

সারাদেশ

স্ত্রীকে গলাকেটে হত্যার পর থানায় হাজির স্বামী

Icon

জেলা প্রতিনিধি, বরগুনা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১

স্ত্রীকে গলাকেটে হত্যার পর থানায় হাজির স্বামী

বরগুনায় স্ত্রীকে গলাকেটে হত্যার পরে থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা পৌরশহরের বরগুনা সরকারি কলেজের ছাত্রী হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আসমা আক্তার (৩০) আর অভিযুক্ত স্বামীর নাম আবুল কালাম (৪০)। এরা দুজনেই বরগুনা পৌরশহরের বাগান বাড়ি এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, এই দম্পতির টাকা-পয়সা নিয়ে কলহ লেগেই থাকত। কলহের জেরেই সন্ধ্যায় মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করে কালাম। পরে বরগুনা থানায় এসে আত্মসমর্পণ করে। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা দম্পতি নিহত গলাকেটে হত্যা বরগুনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর