Logo

সারাদেশ

খুলনায় রেললাইনে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২

খুলনায় রেললাইনে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

খুলনার নিউমার্কেট এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দশতলা শিল্প ব্যাংক ভবনের পেছনে রেললাইনে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। 

খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ‘সাগরদাড়ি এক্সপ্রেস’ ট্রেনটি ওয়াশফিডে যাওয়ার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়।

তিনি আরও জানান, স্টেশন মাস্টার জাকির হোসেনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য পিবিআই টিমকে ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

ত‌রিকুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর