ব্যতিক্রমধর্মী মেহেদী ডিজাইন প্রতিযোগিতায় মেতে উঠল ছাত্রীরা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩

ছবি : বাংলাদেশের খবর
উৎসব মানে মেহেদীর রঙে হাত রাঙানো। প্রাচীনকাল থেকে মেহেদী রঙে হাত সাজানো মেয়েদের একটি জনপ্রিয় রীতি। ঈদ, বিয়ের উৎসবে হাতের শোভা বৃদ্ধি করার প্রধান উপকরণ মেহেদী। ছোট-বড় সব বয়সের মেয়েরাই মেহেদী রঙে হাত সাজাতে পছন্দ করে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় হয়ে গেল ব্যতিক্রমধর্মী এই মেহেদী ডিজাইন স্কিল প্রতিযোগিতা।
টেবিলের ওপরে রাখা হয় হরেক রকমের মেহেদী অঙ্কন ডিজাইন। তার পাশে রয়েছে আরেকটি সাদা কাগজ। আছে মেহেদী ভর্তি একটি টিউব। নির্ধারিত সময়ের মধ্যে মেহেদী ডিজাইন দেখে কে কত সুন্দর ডিজাইন অঙ্কন করতে পারবে তিনিই হবেন বিজয়ী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তারুণ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক ছাত্রী। পরে বিজয়ী সাতজনকে পুরস্কৃত করা হয়।
এসময় অনুষ্ঠানে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিমের সদস্য রইস উদ্দিন, মো. মুআজ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিমের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
এমআই/এনআর/