মণিরামপুর থানার গেটে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩

ছবি : বাংলাদেশের খবর
যশোরের মণিরামপুর উপজেলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের অভিযোগ, গত দুই দিনে সাতজনকে থানায় আটক করা হলেও রাতের অন্ধকারে রহস্যজনক কারণে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মণিরামপুর থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। পরে পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ও অন্যান্য নেতারা অভিযোগ করে বলেন, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা চত্বরে গাঁজাসহ দুইজনকে আটক করে মনিরামপুর থানা পুলিশ। পরদিন রোববার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া আরও চারজনকে সুনির্দিষ্ট অভিযোগে আটক করে রাতের অন্ধকারে মুক্তি দেওয়া হয় বলে দাবি করেন তারা।
নেতারা আরও বলেন, বিগত সরকারের আমলে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলহাজতে পাঠান হত। এখন সুনির্দিষ্ট অভিযোগে আসামিদের থানায় এনে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা দাবি করেন, যদি থানা থেকে আসামিদের মুক্তি দেওয়া বন্ধ না হয়, তবে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইউনুস আলী জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। থানার ওসি নূর মোহাম্মদ গাজীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া ক্ষুধে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।
জাহাঙ্গীর/এমবি