
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে আতিয়ার খাঁ (৬৫) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহত আতিয়ার খাঁ উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি মাঠে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু বাংলাদেশের খবরকে জানান, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার বাড়ি থেকে প্রায় অর্ধমাইল দূরে ঘটনাস্থলটি অবস্থিত। তবে কীভাবে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও পরিষ্কার হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আতিয়ার খাঁ একসময় বিপ্লবী কমিউনিস্ট পার্টি, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী মুক্তি আন্দোলন পার্টির সাথে জড়িত ছিলেন। তারা জানান, তার সাথে যুক্ত কিছু বিতর্কিত ঘটনাও ছিল। বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার শুকুর আলী হত্যা মামলা আসামিও ছিলেন তিনি। স্থানীয়রা সন্দেহ করছেন, গত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে হত্যা করে তার লাশ মাঠে ফেলে গেছে।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বাংলাদেশের খবরকে বলেন, ঘটনাস্থলে আছি। এ বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আকরামুজজামান আরিফ/এমবি