Logo

সারাদেশ

ভাঙ্গায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ১০

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১

ভাঙ্গায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চুমুরদী বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই শাহাদাত জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান ভাঙ্গার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘আলিফ মিম পরিবহনের’ একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

মোসলেউদ্দিন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর